রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাদী পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কহিনুর বেগম নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মন্টু মীর (৫০) ও তার পুত্র রুবেলকে (২৩) পুলিশ গতকাল বুধবার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, পূর্ব শত্রæতার জেরে ওঁৎ পেতে থাকা মন্টু মীর ও তার লোকজন প্রতিবেশী আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত কহিনুরকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পুত্র বেল্লাল হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার বাদী বেল্লাল জানায়, প্রতিপক্ষের লোকজন মামলা তুলে নিতে আমাকেসহ পরিবারের লোকদের রাতে একাধিক মোটরসাইকেলে মহড়া ও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। নিরাপত্তার কারণে আমরা নিজ বসত বাড়িতে যেতে পারছি না। বিষয়টি ওসি ও ইউপি চেয়ারম্যানসহ অনেককেই জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন