রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইয়াবা সেবনে বাধা দেয়ায় শিশুসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবা সেবনে বাধা দেয়ায় শিশুসহ একই পরিবারের ৫ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে মাদক সেবনকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রথি গ্রামের পাটোয়ারী বাড়ীতে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রথী গ্রামের হোসেনের ছেলে ইয়াছিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক এনে খুচরা বিক্রি ও সেবন করে আসছিল। গত ১৩ এপ্রিল রাতে মাদক বিক্রেতা ইয়াছিন তার অন্যান্য সহযোগিদের নিয়ে পাটোয়ারী বাড়ীর আঙ্গিনায় বসে ইয়াবা সেবন করছিল। এ সময় একই বাড়ীর দিনমুজুর আব্দুল ওহাবের ছেলে রাব্বি বাঁধা দেয় ও সেবনের সময় তার মুঠোফোনে ছবি তোলে। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টির একপর্যায়ে মারামারি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে রথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সালিশকে অমান্য করে মাদক বিক্রেতা ইয়াছিনের নেতৃত্বে তার সহযোগী বাকের, জাহাঙ্গীর, মহসীনসহ ৮/১০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঙ্গবার দিবাগত রাত ৯টার দিকে রাব্বির বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে দিন মুজুর আব্দুল ওহাব, তার ছেলে ইউসুফ, রাব্বি, ছেলের স্ত্রী জাহানারা বেগম ও নাতনী ১৬ মাস বয়সী রিমুকে আহত করে। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার লক্ষে সালিশ করেছি। সালিশকে অমান্য করে মাদকসেবীরা পুনরায় হামলা চালিয়েছে। সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন