রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মোঃ জুয়েল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল আবাসিক প্রকল্পের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে সকালে ঝিলমিল আবাসিক প্রকল্পের রাস্তার পাশে অজ্ঞাত নামা ছুরিকাঘাতে নিহত এক যুবককের লাশ আমরা উদ্ধার করি। যুবকটিকে কে বা কারা ছুরিকাঘাত করে হত্যা করে রাতের আধারে এখানে ফেলে গেছে। নিহত যুবকের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফোন করলে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে জুয়েলের লাশ সনাক্ত করেন। জুয়েলের পরিবারের লোকজন জানান, প্রায় সাত বছর আগে চুনকোটিয়া এলাকায় জনৈক এক ব্যক্তির মেয়ে আখি আক্তারকে বিয়ে করেই জুয়েল তার শশুর বাড়িতে থাকতো। জুয়েলের স্ত্রী আখি আক্তারের পরকীয়া প্রেমের ঘটনা নিয়ে বেশ কিছুদিন যাবত পরিবারের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে। এ দ্ব›েদ্বর জের ধরেই পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে।

সাইকেল ও মোবাইল বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ভ‚মি হস্তান্তর কর ১% হতে গ্রাম পুলিশদের মাঝে গতকাল বুধবার বাই সাইকেল ও মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। তারাকান্দা উপজেলা পরিষদে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শের মাহবুব মুরাদ, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক, তারাকান্দা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া সরকার, সংসদ সদস্যের পিএস হাবিবুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন