রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘটনার ৩ দিন পরও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও কার্ড উদ্ধার

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা : পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় নয় বস্তা চাল ও ১৪টি কার্ড উদ্ধারের ঘটনায় গত ৩ দিনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিষয়টি ধামাচাপা দেয়ারও অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হক লেবু কান্দি ইউনিয়নে তদন্তে এসে কালোবাজারে চাল বিক্রির সময় ৯ বস্তা চাল উদ্ধার করে। এ সময় এক ব্যবসায়ীর কাছে থাকা ১৪টি কার্ডও উদ্ধার করা হয়। স্থানীয় ডিলাররা কার্ডধারীদের চাল ওজনে কম দিয়ে অতিরিক্ত চাল কালোবাজারে বিক্রি করে আসছিল। এদিকে চাল ও কার্ড উদ্ধারের পরও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সুবিধাভোগীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। এদিকে একটি মহল ডিলারদের যোগসাজশে শত শত ভুয়া নাম ব্যবহার করে চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে প্রকৃত সুবিধা ভোগীরা এ কর্মসূচির শুরু থেকে বঞ্চিত হয়ে আসছে। উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হক লেবু জানান, স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ১৪টি কার্ড উদ্ধার করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন