রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তাপদাহে শরবতের দোকানে বাড়ছে ভিড়

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার শেষ চৈত্রের দাবদাহেই কাহিল হয়ে পড়েছেন যমুনা পাড়ের মানুষগুলো। গত কয়েক দিন ধরে হঠাৎ করেই বাড়ছে দিনের তাপমাত্রা। বৈশাখের প্রথম থেকে তাপপ্রবাহ শুরু হয়। ওই সময় তাপমাত্রার পারদও উপরে উঠতে থাকে। সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো এবারই। ফলে প্রচÐ গরমে বিপর্যন্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজিপুরের জনজীবন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা যেন দুর্বিষহ দিন অতিবাহিত করছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাস-ফাঁস করছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে কাজিপুরে পাল­া দিয়ে বেড়েছে লোডশেডিংও। এদিকে দুপুর ১২টা গড়াতেই রাস্তাঘাট জনশূন্য হয়ে যাচ্ছে। আগুনমুখো আবহাওয়ার কারণে খাঁ খাঁ করছে কাজিপুরের রাজপথ। কর্মজীবী মানুষ ছাড়া কেউই খুব জরুরি কাজ না থাকলে বাড়ীর বাইরে বের হচ্ছেন না। যারপরনাই ভোগান্তিতে থাকা মানুষের মধ্যে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। কয়েক দিন হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় ঘরে ঘরে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব রোগে বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি উচ্চ রক্তচাপে আক্রান্তদের দুর্ভোগ বেড়েছে এ তীব্র গরমে। এ বছর কয়েকদিন ধরেই আবার তাপমাত্রা বাড়ছে। ভারি বৃষ্টিপাত না হলে এ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন