রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় জরিমানা

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডের বাড়বকুন্ড বাজারে অবস্থিত জনতা মিষ্টি মেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে মিষ্টি তৈরি ও বাজারজাত করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসলেও গত বুধবার তাদের সব কুকীর্তি সামনে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত। দোকানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রুহুল আমিন। তিনি ভ‚মি অফিসের নাজির মোঃ জামাল উদ্দিন, শহীদুল আলম পাপ্পু ও পুলিশ সদস্যদের নিয়ে বিকাল ৩টায় জনৈক সুজন চন্দ্রের মালিকানাধীন ওই দোকানে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন, বহুদিন আগের রসে তৈরি হচ্ছে মিষ্টি, জিলিপিসহ বিভিন্ন খাবার। রসগুলো এত পুরনো যে, ময়লা, ফাংগাস জমে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পাত্রের ভেতর ও রসে পোকা কিলবিল করছে। পুরনো মিষ্টিগুলো নষ্ট হয়ে কালো রংয়ের হয়ে গেছে। কিছু কিছু ভেঙেও গেছে। উৎপাদিত দইয়ে কোন মেয়াদ দেয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন প্রতিবেদককে জানান, এসব অব্যবস্থাপনা দেখে রসগুলো কতদিন আগে তৈরি হয়েছে মালিকের কাছে জানতে চাইলে তিনি জানাতে পারেননি। তাই তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে তিনি অভিযান চালান ওই বাজারেরই নারায়ণ চন্দ্রের জনতা মিষ্টি বিতান নামক অপর একটি মিষ্টির দোকানে। সেখানেও নোংরা পরিবেশে মিষ্টিসহ সব ধরনের খাবার তৈরি হচ্ছে। তাই এ দোকানের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি দোকান থেকে এক মণেরও বেশি মিষ্টি ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে সুস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের নির্দেশ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন