রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কর্মসূচি প্রকল্পের টাকা পিআইওর পকেটে

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার ত্রাণ মন্ত্রণালয়ের কর্মসূচি প্রকল্পের টাকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পকেটে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার দায়িত্বে ও আলফাডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনুপ পান্ডে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গড়ে ওই দুই উপজেলার প্রায় ২০ হতে ২৫টি ইউনিয়নে ৪০ দিনের প্রকল্প কর্মসূচি প্রকল্পের কাজ ২০ ভাগ করে বাকি টাকা হাতিয়ে নেন উপরোক্ত উপজেলার চেয়ারম্যানগণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনুপ পান্ডে। এলাকাবাসীরা জানান, এই কর্মসূচির আওতায় রাস্তাঘাট মেরামত ও সংস্কার করা। কিন্তু তারা কিছু কিছু রাস্তায় মেরামত ও সংস্কার করে বাকি টাকা যোগসাজসে হাতিয়ে নেয়। এ বিষয়গুলি দুদকের মাধ্যমে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহŸান জানান আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার এলাকাবাসী। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনুপ পান্ডের সাথে একাধিক বার যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে তথ্য দিতে প্রায় ১৫ দিন টালবাহানা করেন এবং পরবর্তীতে এ প্রকল্পের আওতায় কত টাকা বরাদ্দ ছিল জানাতে অস্বীকৃতি জানান। তবে অপর একটি সূত্রে জানা যায়, এই দুই উপজেলায় প্রায় ২ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল ত্রাণ মন্ত্রণালয় থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন