রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

বাতিলকৃত মনোনয়নপত্র বৈধ করায় আদালতে রিট

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোর্টে মামলা হওয়ায় নির্বাচন স্থগিত করেছে। নির্বাচনী সকল প্রস্তুতি শেষে গত বুধবার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৮ এপ্রিল সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন মাইকিং করে নির্বাচন স্থগিতের ঘোষণা করেন। এ নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা গেছে, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য ২ এপ্রিল নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। ৩ এপ্রিল হতে ৫ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। ৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইকালে সাধারণ সংরক্ষিত অভিভাবক সদস্য পদপ্রার্থী মোছাঃ আরজিনার মনোনয়নপত্রে ত্রæটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে বাতিলকৃত মনোনয়নপত্র বৈধ করা হয়। এ নিয়ে পদ প্রার্থী রওশন আরা অবৈধ নির্বাচনকে স্থগিত করার আবেদন জানিয়ে ঠাকুরগাঁও কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলার আর্জিতে উল্লেখ রযেছে প্রিজাইডিং অফিসারের যোগসাজশে বাতিলকৃত মনোনয়নপত্রকে বৈধ করা হযেছে। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাংবাদিকরা মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল বন্ধ করে দেন। প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, আদালত থেকে নির্বাচন সংক্রান্ত চিঠি আসায় প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন