রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউপি সদস্যের বিরুদ্ধে কৃষি উপকরণ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মাস্টার রোলে নিজের ছবি ব্যবহার ও ভুয়া স্বাক্ষর করে এক ক্ষুদ্র কৃষকের ভর্তুকি কৃষি উপকরণ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ-১ ২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধিকরণে গত সোমবার দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে উপজেলার ৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে কৃষক প্রতি ১০ কেজি বিজ, ২০ কেজি ইউরিয়া, ডিএপি-১০ কেজি ও এমওপি ১০ রাসায়নিক সার বিতরণ করে। এর মধ্যে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুর রশীদ নামে ক্ষুদ্র কৃষকের অনুক‚লে বরাদ্দকৃত ওই কৃষি উপকরণ নেয়ার সময় ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না মাস্টার রোলে তার নিজের ছবি ব্যবহার ও ভ‚য়া স্বাক্ষর করে উপকরণ বাড়িতে নিয়ে যায়। সংশ্লিস্ট একটি সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হওয়ায় অফিসে সংরক্ষিত মাস্টার রোল থেকে ইতোমধ্যে ওই ইউপি সদস্যর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। যার প্রমাণ মাস্টার রোলের ক্রমিক নম্বর ১-এর ছিঁড়ে ফেলা ছবির ফাঁকা অংশ পরে রয়েছে। কৃষক আব্দুর রশীদ অভিযোগ করেন, এ বিষয় তিনি কিছুই জানেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কাছে কোন উপকরণও পৌঁছেনি। উপকরণ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না বলেন, ভুলবশত তার ছবি লাগানো হয়েছে। কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, একই সময় উপজেলা ব্যাপি উপকরণ বিতরণের কারণে প্রচÐ ভিড়ের ফলে মাস্টার রোলে অসাবধানতাবশত ওয়ার্ড মেম্বরের ছবি লাগানো হতে পারে। এখানে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই। প্রকৃত কৃষক না পেয়ে থাকলে তার কাছে বিজ ও সার পৌঁছানোর ব্যবস্থা করা হবে। কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান জানান, এ রকম হওয়ার কথা নয়, হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন