রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে বাঁশঝাড় এখন বিলুপ্তির পথে

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অব্যাহতভাবে বাঁশ কাটা, যতœ ও অবহেলার কারণে ব্যবহারিক জীবনে অতি প্রয়োজনীয় বাঁশঝাড় হারিয়ে যাচ্ছে। এক সময় উত্তরের এই জেলার সৈয়দপুরে সর্বত্র প্রায় বাঁশের ব্যাপক চাষ করা হতো। সামান্য যতœ আর বিনা খরচে গড়ে ওঠে বাঁশের বাগান। কিন্তু অযতœ আর অবহেলায় সেই বাঁশবাগান বিলীন হতে চলেছে। এ এলাকার মানুষ একসময় প্রসূতির কাজে সন্তানের নাড়ি কাটার জন্য বাঁশের চিকন চাঁচ ব্যবহার করতো, আবার মৃত ব্যক্তিকে দাফনের জন্য কবরে বাঁশ বিছিয়ে দিয়ে তারপর মাটি দিত এবং বর্তমানেও দিচ্ছে। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের প্রয়োজন অতুলনীয়। আগে গেরোস্তদের বাঁশবাগান ছিল অহংকারের। কোন বংশের কত বিঘা বাঁশ আছে, তা দিয়েই নির্ণয় হতো সে বংশের প্রভাব। কিন্তু কালের বিবর্তনে সেই প্রতিপত্তির মানদÐ বাঁশবাগান বা বাঁশঝাড় আর দেখা যায় না। খুঁজে পাওয়া সেই শীতল পরিবেশ ঘেরা সবুজের সমারোহ। আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বনজ সম্পদ বাঁশবাগান। মাত্র কয়েক বছর আগে এ এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। কুটির শিল্পের কাঁচামাল হিসাবে এবং কাগজ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার হতো বাঁশ। বাঁশ দিয়ে নদী বা খাল পাড়াপাড়ের তৈরি করা হতো বাঁশের সাঁকো। বাংলার আবহমান সঙ্গীতের প্রধান মাধ্যম বাঁশিও তৈরি হতো এই একমাত্র বাঁশ দিয়ে। গ্রামবাংলার আরেক ঐতিহ্য লাঠি খেলতে ব্যবহার হতো বাঁশ। এদিকে জ্বালানি সংকটের কারণে অপরিপক্ব বাঁশের গোড়া তুলে বাজারে বিক্রি করে দিচ্ছে অনেকে। অনেক বাঁশঝাড় মালিক দালানকোঠা তৈরি করায় রান্নাবান্নার কাজে বাঁশ পুড়ছে। পৃষ্ঠপোষকতা না থাকায় এবং চাহিদা কমে যাওয়ায় বাঁশ ও বেত শিল্পের কারিগররা পেশায় টিকে থাকতে পারছে না। শিল্পীর নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র গৃহ শোভাবর্ধনে অতুলনীয়। এখানে এক সময় ওই বিশেষ ধরনের বাঁশ পাওয়া গেলেও সে বাঁশের উৎপাদন নেই বললেই চলে। এ কারণে অনেক শিল্পী বেকার জীবনযাপন করছেন। বাঁশের অভাবে কুটির শিল্পের সাথে জড়িতরা পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন জীবন নির্বাহের তাগিদে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন