রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে ১৪৪ ধারার তোয়াক্কা না করে জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে আদালতের ১৪৪ ধারার আদেশ তোয়াক্কা না করে প্রভাবশালীরা ভাষা সৈনিকসহ বিএনপি নেতার ও এক বিধবা মহিলার প্রায় সাড়ে ৮ বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিকেরা গাজীপুর আদালতে একাধিকবার ১৪৪ ধারায় মামলা করলেও প্রভাবশালীরা এসবের কোন তোয়াক্কাই করে না। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে ভাষা সৈনিক পরিবার, পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খানের পরিবার ও এক বিধবা মহিলার সাড়ে ৮ বিঘা জমি একই এলাকার জাহাঙ্গীর, জালাল, দুলাল, মানিক, শফিকুল, মামুন, সোহেল তাদের নেতৃত্বে ৮/১০ ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্র মহড়া দিয়ে জমি দখল করে নিয়েছেন। ভ‚মি জবর দখলকারী প্রভাবশালীদের শ্রীপুর থানা পুলিশ গ্রেফতারের জন্য একাধিক অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছেন। জমির এক মালিক শ্রীপুর পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খান জানান, গত এক সপ্তাহ ধরে প্রভাবশালী ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের খাজনা খারিজ করা জমিতে দখলের চেষ্টা করছেন। অপর মালিক বিধবা মহিলা নার্গিস বেগম বলেন, আমার স্বামীর ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন যাবৎ দখল করে রয়েছি। প্রভাবশালীরা জোর করে আমাদের জমি দখলে নেয়ার চেষ্টা করছে। জমি দখলে আমি বাধা দিলে আমাকেসহ আরও তিন মহিলাকে পিটিয়ে আহত করেছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছি। জমির অপর মালিক রাজিবুুল হাসান বেপারী জানান, আমরা অসহায় হওয়াতে প্রভাবশালীরা সন্ত্রাসী লেলিয়ে দেন এবং মহিলাদের দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিবে বলে হুমকি দিচ্ছে। ভাষা সৈনিক মোস্তাফা রশিদ সিরাজীর পরিবারের সদস্য আজাদ রসুল সিরাজী জানান, ওই ৮ বিঘা জমির মালিক আমরা কয়েকটি পরিবার। আমরা জমিতে না থাকায় কথিত ভ‚মি দস্যুরা জমি দখলের চেষ্টা করছেন। এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই জমিতে তাদের বৈধ মালিকানা রয়েছে। কেউ দাবি করলেই তো তাকে জমি দেয়া যায় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন