রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাল দলিল সৃজন করে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা পল্লীতে বসতভিটাসহ দখলী জমি জোরপূর্বক দখল করে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির জাহাঙ্গীরপুর গ্রামের নোয়াব আলী, মিলন মিয়া, ফুরকান, ইসরাঈল, বরকত আলীরা পৈতৃকসূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। জাহাঙ্গীরপুর মৌজায় ৪১৮৩ দাগের .৪২ শতক জমি সুরাটি বাজার সংলগ্ন হওয়ায় স্বাভাবিকভাবেই এ জমির দাম বেশী হওয়ায় লোলপ দৃষ্টি পড়ে একই গ্রামের ভ‚মি খেকো জাকারিয়া, কেনু মিয়া, আমিন মিয়া ও পার্শ্ববর্তী সুরাটি গ্র্রামের সাহাম এবং তাহের মিয়া গংদের। তারা জমিটি দখলে নিতে নানা ধরনের ফন্দি আটতে শুরু করে। নোয়াব আলী ও তার পরিবারের লোকদের বাড়ি থেকে উচ্ছেদ করে জমিবাড়ী দখলের হুমকি দিচ্ছে। ভুয়া জাল দলিল তৈরি সৃজন করে প্রতিনিয়ত উচ্ছেদের হুমকি দিচ্ছে এ অসহায় পরিবারগুলোকে। অভিযোগের সূত্রে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুরাটি বাজার সংলগ্ন বাড়ীতে নোয়াব আলী ও তার ভাই-ভাতিজাসহ প্রায় ১০টি পরিবার ওই জায়গায় গাদাগাদি করে বসবাস করছে। গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে সাংবাদিকরা গেলে মৃত সমা মিয়ার স্ত্রী হামিদা খাতুন, আব্দুল কদ্দুছের স্ত্রী ফুলেছা খাতুনসহ ওই পরিবারগুলোর লোকজন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা ভ‚মি খোকোদের হামলার ভয়ে ও উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কে আছি। অসহায় এই পরিবারটির লোকেরা নান্দাইল মডেল থানায় জিডিসহ অভিযোগ দিয়েছে বলে জানান। ভুক্তভোগী পরিবারের লোকজন এ ব্যাপারে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশা নোয়াব আলী ও তার পরিবারের লোকজনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন