রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুর উপজেলার পল্লীতে পাষন্ড স্বামী শ্বাসরোধ করে স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৭) নামে এক গৃহবধুকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বাজার সংলগ্ন কুড়িয়াল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সাবিনার পিতা ইউসুফ আলী বাদী হয়ে রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবিনা ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভরোনিয়া চেংমারি গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সাবিনার খালাত ভাই রুবেল জানান, চাকরির পাশাপাশি তিন বছর আগে সাবিনা নীলফামারী জেলার সৈয়দপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ¯œাতক শ্রেণিতে ভর্তি হয়। সে সময় মিষ্টি সরকার নামে এক সহপাঠী যুবকের সাথে তার পরিচয় ঘটে। পরিচয় থেকে প্রেম, অতঃপর বাড়ীর সকলের অগোচরে তারা বিয়ে করে। মিষ্টি সরকার নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে সিপাহী পদে সৈয়দপুর সেনানিবাসে কর্মরত বলে পরিচয় দেয়। বাড়ী বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর কলোনীতে। বর্তমানে সে সিলেট সেনানিবাসে কর্মরত। স্বামীর অনুরোধে বিয়ের বিষয়টি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখে সাবিনা। সম্প্রতি বিয়ের কথা সাবিনা তার পরিবারের লোকজনকে জানালে মিষ্টি সরকার ক্ষুব্ধ হন বলে রুবেল জানায়। গত বুধবার দুপুরে মিষ্টি সরকার ছুটি নিয়ে আমবাড়ী কুড়িয়াল গ্রামের ভাড়া বাসায় আসেন। স্বামী-স্ত্রী দুজনে মিলে আমবাড়ী বাজারে কেনাকাটা করে রাতে বাসায় ফেরে। রাতের কোন এক সময় সাবিনাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও সাবিনার ব্যবহৃত স্মার্ট ফোন নিয়ে মিষ্টি সরকার পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুর কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীর লোকজন ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে ঘরের দরজার ফাঁক দিয়ে সাবিনাকে শুয়ে থাকতে দেখে বাড়ীর মহিলারা ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, সাবিনার স্বামী মিষ্টি সরকার এটি তার ছদ্মনাম কি না, আর সেনাবাহিনীতে চাকরি করে কি না, এটিও একটি প্রশ্ন। বিষয়টি দ্রæত তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন