শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষক অদক্ষ বিপাকে শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ডোনেশনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগকৃত কম্পিউটার শিক্ষকদের অধ্যয়নের কাজ হচ্ছে না। সরকারের লাখ লাখ টাকার কম্পিউটার অব্যবহারে নষ্ট হতে চলেছে। কম্পিউটার শিক্ষা স¤প্রসারণে সরকার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রারাসায় কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ করার নিয়ম থাকলেও হাতে গোনা ২-৪টি প্রতিষ্ঠান ছাড়া সব বিদ্যালয় ও মাদ্রারাসায় অদক্ষ প্রশিক্ষণবিহীন কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে। অধিকাংশ শিক্ষক বিধি মোতাবেক ৬ মাসের প্রশিক্ষণ ছাড়াই টাকার বিনিময়ে ভুয়া সদন সংগ্রহ করে শিক্ষকতা করছেন। ফলে এ বিষয়ে ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন