শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দশ গ্রামের মানুষের দুঃখ একটি সড়ক

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোস্তফা মাজেদ, ঝিনাইদহ থেকে : রাস্তাটি প্রথমে দেখলে মনে হবে সদ্য শেষ হওয়া কোনো যুদ্ধক্ষেত্র। কিন্ত বাস্তবে তা নয়। এটি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার একটি রাস্তার চিত্র। রাস্তার উপরিভাগে বড় বড় গর্ত। পিচ আর খোয়া উঠে গোটা সড়ক লাল বর্ণ ধারণ করেছে। ৩ বছর আগে চলাচলের অযোগ্য হলেও অনেকটা দায় ঠেকে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। পায়রাডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন জানান, হরিণাকুন্ডুর ঋষিপাড়া থেকে পায়রাডাঙ্গা মসজিদ মোড় ভায়া সিঙ্গা গ্রামের এই রাস্তাটি ২০১০ সালের দিকে নির্মাণ করে হরিণাকুন্ডু এলজিইডি। সে সময় কাচা রাস্তার পরিবর্তে ১৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হলেও এই ৮ বছরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। গোটা সড়কজুড়ে ক্ষত-বিক্ষতের চিত্র। মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র। ফলসি ইউনিয়নের মেম্বর সিঙ্গা গ্রামের বাসিন্দা গোলাম রহমান জানান, রাস্তাটি এতই খারাপ যে, এখন যানবাহন তো দূরের কথা মানুষও চলাচল করতে পারে না। বর্ষার আগে রাস্তাটি মেরামত করা না হলে গ্রামের মানুষের অবর্ণনীয় কষ্ট পোহাতে হবে। হরিণাকুÐুর ফলসি ইউনিয়নের ফজলুর রহমান জানান, এই রাস্তাটি ভৌগোলিক কারণে অনেক গুরুত্বপূর্ণ। উপজেলা শহরের সাথে যুক্ত থাকায় ভালকী, পায়রাডাঙ্গা, সিঙ্গাসহ অন্তত ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। রাস্তাটি দ্রæত মেরামত করা না হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। বিষয়টি নিয়ে এলজিইডির হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী বিকাশ চন্দ্র নন্দি জানান, রাস্তাটি সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তিনি জানান, মেইনটেনেন্স খাত থেকে অর্থ বরাদ্দ করে রাস্তাটি সংস্কার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন