শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিধবার বসতঘরে আগুন দিলো প্রভাবশালীরা

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ত্রিশালের বইলর ইউনিয়নের পাড় ধানীখোলা গ্রামে গত শুক্রবার দুপুরে দুই বিধবার বসতঘরে আগুন দিয়েছে প্রভাবশালী পরিবার। এ সময় আহত হন ৪ জন। জানা যায়, বহুদিন আগে কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয় পাড় ধানীখোলা গ্রাম। ওই সময় সরকারি অর্থায়নে একটি ঘর পান বিধবা আমেনা থাতুন (৮২)। আমেনার মেয়ে মনোয়ারা বেগম (৫০)। স্বামী হারিয়ে বিধবা হয়ে গেলে ওই ঘরেই ঠাঁই হয় তার। পৈতৃক সম্পত্তির উপর থাকা দুই বিধবার বসতঘর ও গোয়ালঘরে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের লোকজন গত শুক্রবার দুপুরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভোটার আইডি কার্ড, সরকারি চাল, টাকাসহ সব আসবাবপত্র। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করে দু’বেলা দুমুঠো ভাত জুটলেও মাথা গুজার একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা মা ও মেয়ে। এ ঘটনায় ত্রিশাল থানায় ইমান আলী খান, আব্দুর রশিদ খানসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমেনা খাতুন বলেন, স্থানীয় ইমান আলী খান, আব্দুর রশিদ খান, আশরাফুল, বাবুল, আবুল ও মামুনদের তাÐবে সব হারিয়ে পথে বসেছি। আমি ওদের বিচার চাই। এ বিষয়ে এএসআই তোফাজ্জল হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এলাকাবাসীর বক্তব্যে জানতে পারি পৈতৃক সম্পত্তির জের ধরেই ইমান আলী খানের লোকজন বিধবাদের বসতঘরে আগুন দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন