বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী কণার নতুন মিউজিক ভিডিও চাঁদের কণা। ডিজে রাহাত ফিচারিং এই মিউজিক ভিডিওতে মিউজিক ভিডিওতে কনাকে চার রূপে দেখা যাবে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। এ ব্যাপারে কণা বলেন, শুভব্রত সরকারের সঙ্গে আগেও কাজ করেছি। দারুণ একটি কনসেপ্ট নিয়ে পরিচালক চাঁদের কণা গানের ভিডিওটি তৈরি করেছেন। গান ও মিউজিক ভিডিও দুটোই সবার ভালো লাগবে আশা করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন