রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মুনলাইট হেলথ অ্যান্ড হাইজিন ফ্যাক্টরির উদ্বোধন

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নারীদের জন্য স্বাস্থ্য সম্মত নিরাপদ ও সাশ্রয়ী স্যানেটারি ন্যাপকিন ও আধুনিক সুবিধা সম্বলিত ডায়াপার পৌঁছে দেয়া ও অধিক মুনাফা অর্জন নয় পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ ও ভোক্তার কাছে সহজলভ্য করার বিষয়টি নিশ্চিতে মুনলাইট বদ্ধপরিকর। মুনলাইট গ্রুপের এই প্রতিষ্ঠান থেকে বর্তমানে স্যানেটারি ন্যাপকিন, পেপার ন্যাপকিন, ফেশিয়াল টিস্যুসহ ৮৪ ধরনের পণ্য উৎপাদন হচ্ছে। এবং এই কারখানায় উৎপাদিত প্রতিটি পণ্য গুণগত মানে ভোক্তামহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শুধু দেশে নয় এবার দেশের বাইরেও পণ্য রফতানির কথা ভাবছে মুনলাইট। অতি শিগগিরই দেশের চাহিদা মিটিয়ে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের পণ্য হিসেবে নিজস্ব স্বকীয়তায় নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পবার আলিমগঞ্জে প্রায় ১০ একর জায়গার উপর নির্মাণ করা নিজস্ব কারখানা প্রাঙ্গণে মুনলাইট গ্রুপের আরো একটি কারখানা মুনলাইট হেলথ অ্যান্ড হাইজিনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আরাস্তু খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লায়লা বিলকিস আরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুনলাইট হেলথ এ্যান্ড হাইজিনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হামিদ মিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম ও মনিরুল মওলা, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার নুরুন নাহার, ইসলামী ব্যাংকের রাজশাহীর হেড ফাইজুল কবির। বিদেশী অতিথি হিসেবে ছিলেন, চিনের ব্যবসায়ী নেতা এডওয়ার্ড লাই ও কাইদা জিও। এছাড়াও অতিথি ছিলেন কর কমিশনার দবির উদ্দিন, পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল প্রমুখ। স্বাগত বক্তব্যে মুনলাইট হেলথ এ্যান্ড হাইজিনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গাফ্ফার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ড ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন