স্পোর্টস রিপোর্টার : সাত বিভাগের সেরা দল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ (বিকেএসপি) মোট আট দলকে নিয়ে আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের চ‚ড়ান্ত পর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ আসরে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এ’ গ্রুপে রয়েছে রাজশাহী, বিকেএসপি, রংপুর ও ঢাকা এবং ‘বি’ গ্রুপের দলগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, সাতক্ষিরা ও সিলেট। ২৮ এপ্রিল পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’গ্রুপ থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। তিনদিনের বিরতিতে আগামী ৪ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আজ বিকেল সাড়ে চারটায় চ‚ড়ান্ত পর্বের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন