রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গোবিন্দগঞ্জে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সড়ক পরিববহন আইন ২০১৭ এর ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে সিদ্ধান্ত মোতাবেক গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পৌর শহরের থানা মোড়ে গতকাল রোববার সকাল ১০টায় এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে মালিক শ্রমিকদের স্বার্থ বিরোধী সড়ক দুর্ঘটনায় ফাঁসি ও যাবৎজীবন সাজা বাতিল, চালক লাইসেন্সের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশের বাধ্যবাধকতাসহ বিভিন্ন ধারা বাতিলের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হাসেন আলী, সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লেবু, অহেদ আলী, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সড়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক, ছয়ফুল ইসলাম, মাইক্রোবাস চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহিমাগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম মুন্সি, কামদিয়া মটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি পান্না চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন