রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনিতে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার সর্বত্র লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিন-রাত অসংখ্যবার বিদ্যুৎ বিভ্রাটের ফলে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সকল সেক্টরে অরাজকতা সৃষ্টি হতে চলেছে। হালকা বৃষ্টি ও ঝড়ো বাতাস বইলেই আশাশুনিতে শুরু হয় লোডশেডিংয়ের ভয়াবহতা। আকাশে বিদ্যুৎ চমকানোসহ সামান্য হাওয়া বইতে থাকলে, কালো মেঘের আনাগোনা দেখলে অথবা বৃষ্টি পড়তে থাকলে আকস্মিক বিদ্যুৎ চলে যায়। আর কখন আসবে বলা মুশকিল হয়ে পড়ে। এছাড়া দিন-রাত লোডশেডিংয়ের নামে ভেলকিবাজি গ্রাহকদের রীতিমত হাপিয়ে তুলেছে। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত, এরপর থেকে দিনের মধ্যে কতবার বিদ্যুৎ আসা-যাওয়া করে বলা মুশকিল। সন্ধ্যায় বিদ্যুতের আনাগোনা রীতিতে পরিণত হয়েছে। এরপর রাতের বেলায় এমনকি গভীর রাতেও বিদ্যুতের লাপাত্তা হতাশাজনক। বিদ্যুতের এহেন অনিশ্চয়তার মধ্যেও মাঝে মধ্যে লোডশেডিংয়ের নতুন কৌশল হিসেবে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে প্রতিনিয়ত গাছের ডাল কাটার নামে সকাল ৬টা থেকে বিকাল ৪টা বলা হলেও কখনো কখনো সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ রাখার ঘটনা আরও কষ্টকর করে তুলেছে। বিদ্যুৎ না থাকায় বৈশাখের প্রখর রৌদ্রের তাপে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের কাজ মিটানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায়। অফিস, ব্যবসা, কাজের জন্য এসব স্থানে আসা মানুষ সারাদিন বিদ্যুতের আসায় বসে বসে অতিষ্ঠ হয়ে কাজ না মিটিয়ে অনেক ক্ষেত্রে বাড়িতে ফিরে যেতে দেখা যায়। সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সংযোগ চালু থাকলেও রাত ৮টা থেকে শুরু হয় আবারও লোডশেডিং। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাহকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন