রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিবন্ধন

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার নিবন্ধন ফি-এর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের নামে অতিরিক্ত টাকা আদায় করছে এমনি অভিযোগ করেছেন ভুক্তভোগী অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা। জানা গেছে, নিবন্ধন প্রক্রিয়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ১২৫ টাকা থেকে ২৫০ টাকা হারে নেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কয়েকজন প্রভাবশালী সদস্যদের নিয়ে শিক্ষকরা এ অনৈতিক কাজ করছেন। তাদের খেয়াল-খুশি মত শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে নিজেদের পকেট ভারী করছেন এমন অভিযোগও রয়েছে। সূত্রে জানা গেছে, প্রায় একই চিত্র উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নয়। এ বিষয়ে যদি কোন অভিযোগ পাওয়া যায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক গত ২৩ মার্চ (বশিবো)/জেএসসি(০২)/২০১৭/২১১৪ নং স্মারকের একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একজন শিক্ষার্থীর কাছ থেকে (রেজিঃ ফি ৫০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৪ টাকা, অন লাইন ফি ৬ টাকা) মোট ৬০ টাকা নেয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করলে তার জন্য প্রতিষ্ঠান প্রধান নিজেই দায়ী থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন