রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কার্যক্রম স্থগিত যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে কারণ দর্শাতে বলা হয়েছে। বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে লক্ষ্য করে ছাত্রলীগ নেতাকর্মীদের জুতা প্রদর্শনের পর এ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিটি জেলা ছাত্রলীগের কাছে এসে পৌঁছায়। চিঠিতে বলা হয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে সংগঠন থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো। ব্রাহ্মবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল কেন্দ্রের পাঠানো চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে লক্ষ্য করে জুতা প্রদর্শন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে দলীয় শৃংখলা ভঙ্গ করার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিন মিয়াকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন কর্মকাÐে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। এর আগে বিজয়নগর উপজেলার নবনির্মিত প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন নিয়ে স্থানীয় সাংসদ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ হয়ে মন্ত্রীকে ছায়েদুল হক বিজয়নগরে ঢুকলে তাকে প্রতিহত করার ঘোষণা দেয় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বিজয়নগরসহ ৪ উপজেলায় ১৪৪ ধারা জারি হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছিল আমরা যেন রোববার বিজয়নগরে না যাই। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার বিষয়টি আমার জেলা কমিটির নেতৃবৃন্দকে এসএমএস’র মাধ্যমে জানিয়ে বলেছি তারা কেউ যেন বিজয়নগরে না যান। তিনি আরও বলেন, যারা আমাদের কমিটি ভাঙতে চায় এমন কিছু দু’একজন অতি উৎসাহী বিজয়নগরে গিয়ে মন্ত্রী ছায়েদুল হককে জুতা প্রদর্শন করেছে। এ ঘটনার সাথে আমি এবং আমার সাধারণ সম্পাদক কেউই জড়িত নন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন