রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় শিক্ষক বরখাস্ত

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নেছারাবাদে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষক উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সুশেন মন্ডল। রোববার রাতে এলাকাবাসী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ওই ব্যবস্থা নেন। বিবরণে জানা গেছে, ওই বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুশেন মন্ডল ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ‘যে কারণে মুসলিম মেয়েটি হিন্দু ধর্ম গ্রহণ করল’ নামক একটি ফেসবুক পেজ ঝঁংযবহ গড়হফধষ নামে নিজ আইডিতে শেয়ার দেয়াসহ নিজেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন জন ফেসবুকে দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবগত করেন। পরে ওই শিক্ষকের বিচার চেয়ে স্থানীয়রা গত রোববার বিদ্যালয় এলাকায় বিক্ষোভমিছিল বের করেন। এতে ক্রমেই পরিস্থিতি উপ্তত্ত হয়ে উঠে পর্যায়ক্রমে এলাকার শত শত মানুষ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সভাপতি পরিচালনা পরিষদের জরুরি সভা আহŸান করে তাৎক্ষণিক সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক সুশেন মÐলকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন পারভেজ বলেন, বিদ্যালয়েল শিক্ষক সুশেন মÐল নিজ আইডিতে অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তনের বিষয় নিয়ে একটি ফেসবুক পেজ শেয়ারসহ ইসলামধর্ম নিয়ে বাজে মন্তব্যে করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তিনি বলেন, বিষয়টি শিক্ষক সুশেন মÐল স্বীকার করায় এবং পরিস্থিতি সামাল দিতে তাকে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। পরে কি হয়েছে আমি আর জানিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন