শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা : প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুতিয়া, খলিশাখালী, কাওয়ালিকান্দা, খয়ারখালি, ঠুটারজঙ্গল গ্রামের এলাকাবাসি, সুখিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও আশুতিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে পৌরসদর বাজারে এক প্রতিবাদ মিছিল শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জানা যায়, আশুতিয়া পুরাতন বাজারের বণিক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা মো. আবদুল হকের সাথে পাশ্ববর্তী মড়লবাড়ির মুকসুদ, লায়েস উদ্দিন, নজরুল ইসলাম, রিটন মিয়া, আলম মিয়া, সাদ্দাম হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবত দোকান ঘরের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার এলাকার গণ্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে আশুতিয়া পুরাতন বাজারে এক শালিস দরবার চলাকালিন সময়ে মড়লবাড়ির মুকসুদ ও লায়েস উদ্দিন গংদের নেতৃত্বে ২০-৩০ জন লোক দা, ছুরা, রামদা, বল্লম, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া দরবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধা আবদুল হক, ছেলে মোস্তাফিজুর রহমান, ভাতিজা হাবিবুর রহমান, জুয়েল মিয়া, নাতি সোহাগ মিয়াসহ উপস্থিত ৮-১০ আহত হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন