ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকা-ে একই বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ঘরে শুয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে ৭ বছর বয়সী আরিফ হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। অগ্নিকা-ে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানায় তারা। গত বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফ অ¤্রবাড়ী গ্রামের আমিনুল ইসলাম এর ২য় ছেলে। এলাকাবাসীরা জানায়, বিকেল সাড়ে ৫টার সময় অ¤্রবাড়ী গ্রামে মৃত আব্দুর রশীদের ছেলে আমিনুল এর বাড়ীতে হঠাৎ অগ্নিকা- ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকলে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধার কর্মীরা ১ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যেই আমিনুল এর ৩টি খড়ের ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ওই ঘরে শুয়ে থাকা আমিনুল এর ৭বছরের শিশু ছেলে আরিফও পুড়ে নিহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন