নেত্রকোনা জেলা সংবাদদাতা : পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের জজ মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খান নান্টু (৬০) আহত হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন লতিফ আহমেদ খান বলেন, আমার সাথে আমার বড় ভাই লুৎফে আহমেদ খান অসীম ও অ্যাডভোকেট সাফায়েত আহমেদ খানের পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। লতিফ আহমেদ খান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অসীম ভাইয়ের ছেলে ভাতিজা ফয়সল আহমেদ খান আমাকে ফোনে দেখে নেয়ার হুমকি দেয়। আমি সকালে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির সামনে গেলে সে আমাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আর এম ও) ডা. মুস্তাফিজুর রহমান জানান, তার হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি যেহেতু ডায়াবেটিস রোগে আক্রান্ত তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ অভি রঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে রামদাটি উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন