শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালিগঞ্জে চিংড়ি ঘেরে ভাইরাস

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রবিউল ইসলাম, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ী শিল্পে কথিত ভাইরাসের আগ্রাসনে বিপর্যস্থ, বিপন্ন এবং হুমকির মুখে। দেশের সর্বাধিক চিংড়ী উৎপাদিত জেলা হিসেবে সাতক্ষীরা বিশেষ ভূমিকা পালন করলেও বর্তমান মৌসুম শুরুতেই জেলার চিংড়ী ঘেরগুলোতে চিংড়ী মড়ক শুরু হয়। মুহূর্তে নিমিষেই শত শত বিঘা ঘেরের চিংড়ী হলুদাভাবাপন্ন হয়ে মরছে। অন্যান্য বছরগুলোতেও ভাইরাসের প্রভাব থাকলেও বর্তমান মৌসুমের ন্যায় এমন মড়ক ইতিপূর্বে কখনও দেখা যায়নি বলে জানান চিংড়ী চাষিরা। সাতক্ষীরার চিংড়ী ঘেরগুলোকে উৎপাদিত চিংড়ীর রেণু পোনা অধিকাংশই কক্সবাজার এলাকার হ্যাচারীগুলো হতে আসে, সাম্প্রতিক বছরগুলোতে জেলার শ্যামনগর এলাকাতে রেণু পোনা উৎপাদন হ্যাচারি হতেও চিংড়ী চাষিরা রেণু সংগ্রহ করছে। মার্চের শেষ এবং মধ্য এপ্রিল চিংড়ীর ভরামৌসুম হিসেবে বিবেচিত হয়। কিন্তু ভরা মৌসুমে চিংড়ী নেই। জেলার আড়ৎ এবং মৎস্য সেডগুলোতে কাক্সিক্ষত চিংড়ীর দেখা নেই। ইতিপূর্বেকার বছরগুলোতে একমাসের অধিক বয়সী চিংড়ীর মড়ক দেখা গেলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। একমাস বয়স হইনি অর্থাৎ যে চিংড়ী আটন বা দড়ে পড়বে না হরিণাকৃতি বা চেমনি চিংড়ীর সমতুল্য এমন বাগদায় মড়ক শুরু হয়েছে। ছোট-বড় মাঝারী সব ধরনের চিংড়ীতে কথিত ভাইরাসের ছোবল। চিংড়ী চাষি এবং ঘের ব্যবসায়ীদের আশঙ্কা রেণু চিংড়ী ভাইরাস বহন করছে আর এ কারণে একটি সময় অতিক্রম হলেই অর্থাৎ পঁচিশ/ত্রিশ দিন বয়সেই মড়ক শুরু হচ্ছে। ঘেরে খাদ্য ঘাটটি বা পানির সমস্যার বিষয়টি চাষিরা মানতে নারাজ, একাধিক চিংড়ী চাষির বক্তব্য জেলার সব এলাকায় এবং অধিকাংশ ঘেরের চিংড়ীতে মড়ক শুরু হয়েছে। যদি পানি, মাটি বা খাদ্য ঘাটতির বিষয় থাকতো তাহলে তো সবঘেরের চিংড়ী মড়কের মুখোমুখি হতো না, চাষিরা আরও জানান পূর্বেকার মৌসুমগুলোতে চিংড়ীতে ভাইরাস শুরু হলে মুহূর্তে সবঘেরে চিংড়ী আক্রান্ত হতো না, চাষিরা চিংড়ী ধরার সুযোগ পেতো কিন্তু বর্তমান সময়ে যেমন অনেক ছোট আকৃতির চিংড়ীতে মড়ক শুরু হয়েছে আবার সমুদয় চিংড়ীর মড়ক হচ্ছে। দেশের অর্থনীতিতে বিশেষ করে বৈদেশিক অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালনকারী চিংড়ী, জাতীয় অর্থনীতির পাশাপাশি সাতক্ষীরার অর্থনীতিতেও অনেকাংশে চিংড়ী নির্ভর, এই অপার সম্ভাবনার ক্ষেত্র চিংড়ীর কথিত ভাইরাসের এবং মড়কের আগ্রাসন রোধকরতে হবে। ক্ষতিগ্রস্থ’ চাষিদেরকে বিশেষ ধরনের ব্যবস্থাসহ চিংড়ী মড়কের মূল কারণ উদঘাটন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন