শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোকালয়ে মায়াবী হরিণ

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন সংলগ্ন কালিন্দী নদীর চর থেকে একটি জীবিত মায়াবী হরিণ উদ্ধার করেছে কৈখালী ফরেষ্ট। ফরেষ্ট ও এলাকা সূত্রে জানা যায় , গতকাল সকাল ১০টার দিকে কৈখালী ১নং ওয়ার্ড একতা যুব সংঘ ক্লাবের সামনে কালিন্দির নদীর চরে এলাকার সাধারণ মানুষ একটি হরিণ দেখতে পায়। তাৎক্ষনিক তারা বিষয়টি কৈখালী ফরেষ্ট ষ্টেশনকে অবগত করলে ফরেষ্টের এ্যাটেষ্ট অফিসার মোঃ লতিফ হোসেন ও সঙ্গীয় ফোর্স ও কৈখালী বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে ফরেষ্ট ষ্টেশনে নিয়ে আসে। হরিনটির সার্বিক দিক পরীক্ষা নিরিক্ষা করে সকাল ১১.৪০ মিটিনে ফরেষ্ট , বিজিবি , সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি সম্মিলিত ভাবে সুরন্দরবনের মাদার নদী সংলগ্ন বয়ার সিং নামক স্থানে ছেড়ে দিয়ে আসে। এ বিষয়ে কৈখালী ফরেষ্টের এ্যাটেষ্ট অফিসার মোঃ লতিফ হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, হরিণটি বাচ্চা। বর্তমানে নদীতে প্রচন্ড জোয়ার এবং তীব্র বাতাস। জোয়ার ও বাসাত সম্মিলিত ভাবে বাচ্চা হরিণটিকে ভাসিয়ে লোকালয়ে নিয়ে আসে বলে আমরা ধারনা করছি। আমরা হরিণটাকে উদ্ধার করে সুস্থ্য অবস্থায় সুন্দরবনের গহিনে ছেড়ে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন