শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে মাদক ব্যবসায়ীদের আটকের পর চল্লিশ হাজার টাকা নিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিরুলিয়ার সাদুল্যাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মদ বানানোর সময় পঞ্চাশ লিটার মদসহ চারজনকে আটক করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম। পরে চারজনের মধ্যে রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে বিরুলিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সেলিনা ইসলামের মাধ্যমে চল্লিশ হাজার টাকার বিনিময়ে রিপনকে ছেড়ে দেন ওই পুলিশ কর্মকর্তা। আর বাকি তিনজনকে সকালে সাভার মডেল থানায় হস্তান্তর করেন। এলাকাবাসী জানায়, বিরুলিয়ার সাদুল্যাপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশের নাকের ডগায় কিভাবে মাদক ব্যবসায়ীরা ব্যবসা করছে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, আমি যাকে আটকের পর ছেড়ে দিয়েছি তিনি মাদক ব্যবসার সাথে জড়িত নয়। তবে তিনি চল্লিশ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন