শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরে আবদুল হালিম হত্যা মামলার রায়ে ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- আবদুর রাজ্জাক(৩০) পিতা মৃত বেল্লাল হোসেন,গ্রাম কান্টাপাড়া উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। সমির উদ্দিন (২৬) পিতা আব্দুল মজিদ, গ্রাম ভারাড়িয়া মানিকগঞ্জ সদর ও মফজেল(২৮) পিতা মৃত সোনাজুদ্দিন গ্রাম বুদ্দুতি মানিকগঞ্জ সদর। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আবদুল হালিম মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। দুইদিন পর (১৮ মার্চ) পার্শ্ববর্তী লেছড়াগঞ্জ এলাকা থেকে নিখোজ আবদুল হালিমের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক হয় সমির।পরে সমিরের স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সমির, রাজ্জাক, মফজেল ও বাতেন কে অভিযুক্ত করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অপর আসামী রাজ্জাক, মফজেল ও বাতেনকে আটক করে। এরই মধ্যে জামিনে থাকা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আসামি বাতেন মারা যায়। দুই আসামি সমির ও রাজ্জাকের উপস্থিতিতে বিচারক ৩ জনের যাবজ্জীবন কারাদÐাদেশ দেন। অপর আসামী মফজেল জামিন নিয়ে পলাতক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন