রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কিশোরগঞ্জ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করাসহ ১৩ দফা দাবিতে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজাহারুল ইললাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল মোঃ গাউস, জেলা বিএনপির সহসভাপতি মোঃ আমীরুজ্জামান, রুহুল হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, আমিনুল ইসলাম আশফাক, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিএনপি নেতা নিজাম উদ্দিন খান নয়ন প্রমুখ। মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা, ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গাচাষী ও পত্তনগ্রহীতা চাষীদের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ, নতুন করে সুদমুক্ত কৃষিঋণ প্রদান, ইজারা প্রথা বাতিল ও পুনর্বাসনসহ ১৩ দফা দাবি জানান। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী কাছে হস্তান্তর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন