রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর-লুুটপাট আহত ২

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুুটপাটের ঘটনা ঘটেছে। গত বুুধবার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কদমবাড়ী বাসস্টান্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, চিতলিয়া গ্রামের কিনারাম বিশ্বাসের ছেলে কিরণ চন্দ্র বিশ্বাস দুু’মাস আগে ৮নং কদম বাড়ী মৌজার বিআরএস ৭৪নং দাগের ১.২৭ শতাংশ জমি কোটালীপাড়া এসআর অফিসের মাধ্যমে অমর গাইন ও সচিন বাড়ৈর কাছ থেকে সাবকবলা মূূলে ক্রয় করে পরিবার নিয়ে একই ঘরে বসবাস ও ব্যবসা করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় কদম বাড়ী গ্রামের অনিল গাইনের ছেলে প্রদীপ গাইন, সন্দিপ গাইন, জীবন গাইনের ছেলে সুকদেব গাইন ও অনিল গাইন কিরণ বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে হামলা চালিয়ে দোকানঘর ভাঙচুর করে নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপরসহ অন্যান্য আসবাপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা কিরণ বিশ্বাস ও তার স্ত্রী গীতা বিশ্বাসকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় রাতেই কিরণ বিশ্বাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে যাই এবং সবকিছু দেখি স্থানীয় লোকজন ও ইউপি মেম্বার বিষয়টি দেখবে বলে জানালে আমরা চলে আসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন