সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধান ক্ষেতে অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : বিরলের মুকলিশপুর গ্রামের বিস্তৃর্ণ ধান ক্ষেতে হঠাৎ অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। অজ্ঞাত এই রোগে ধান ক্ষেত পুড়ে নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি আশপাশের গাছ এমনকি ঘাসেও মোড়ক দেখা দিয়েছে। গত বুধবার বিকালে ক্ষতিগ্রস্থ ধানক্ষেত পরির্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আশরাফুল আলম। গতকাল বৃহষ্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মেজবাউল হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর। এদিকে ক্ষতিগ্রস্থ কৃষকরা পার্শ্ববর্তী মেসার্স এআরএস এন্টারপ্রাইজ নামক একটি ইটভাটার বর্জ্য থেকে এই ক্ষতির আশঙ্কা প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন সাপেক্ষে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা পর্যবেক্ষন করে কৃষকদের পরামর্শ দিয়েছি। এদিকে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০ একর জমির ধান নষ্ট হয়েছে।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন