সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

রেল লাইনের গার্ডার ছুটে যাওয়ায় ঝুঁকিতে রেলব্রিজ

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী থেকে : গোয়ালন্দে রেল লাইনের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ও আনুষঙ্গিক সকল উপকরণ জব্দ করেছেন। গভীরভাবে বালু উত্তোলন করায় মাটি দেবে গিয়ে পাশের রেলব্রিজের দুটি গার্ডার ছুটে গেছে বলে অভিযোগ রয়েছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। তবে স্থানীয়রা বলছেন, তিনদিনের ভারি বর্ষণে ব্রিজটির নিচ দিয়ে অস্বাভাবিক ¯্রােত যাওয়ায় এবং পাশেই গভীর করে রেলওয়ের ঠিকাদার মাটি কাটায় ব্রিজটি এভাবে ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাজারের অদূরে শ্মশানঘাট এলাকায় স্থাপিত রেল ব্রিজের ৪-৫শ ফুট দূর হতে ড্রেজার মালিক ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনেক জায়গাজুড়ে বালু উত্তোলন করছেন। জায়গাটির মালিক মোশারফ আহমেদ। তিনি নগদ টাকার প্রয়োজনে ড্রেজার মালিকদের কাছে বালু বিক্রি করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় ওই এলাকায় অন্তত ৩০-৪০ ফুট করে গভীর হয়ে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রেল ব্রিজসহ আশপাশের এলাকা। গত তিনদিনের ভারি বর্ষণে ব্রিজের পূর্ব পাশের বিশাল মাঠের পানি ব্রিজটির নিচ দিয়ে প্রবাহিত হয়। গত কয়েকদিন আগে ওই এলাকায় রেলের ঢাল দিয়ে বরাবর মাটি কেটে রেলের পাশে জায়গা সম্প্রসারণ করে রেলের ঠিকাদার। প্রবাহিত পানি ওই জায়গা দিয়ে সজোরে বেরুতে গিয়ে ব্রিজের নিচের পাটাতনের ইটগুলো উঠে যায়। এতে গার্ডার দুটি মূল ব্রিজ হতে ছুটে গিয়ে ৪-৫ ফুট করে দেবে গেছে। রেলওয়ে বিভাগ জরুরি ভিত্তিতে গার্ডারের পাশ দিয়ে ও ব্রিজটির নিচে বালুর বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। এদিকে খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ড্রেজার দুটির মেশিন, পাইপ, ড্রামসহ সকল আনুষঙ্গিক জব্দ করেন। এ সময় রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আলী ও ঊর্ধŸতন উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু বা মাটি উত্তোলন করা অবৈধ। তাছাড়া এ কারণে সেখানকার রেলব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভারি বর্ষণও ব্রিজটির ক্ষতির একটি কারণ বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন