পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুধবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে। সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হচ্ছে- উপজেলার মঙলবাড়িয়া গ্রামের বদরুজ্জমান শরীফ ও মিরদী গ্রামের বাদল মিয়া। এর মধ্যে বদরুজ্জামান শরীফ আদালত কর্তৃক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও বাদল মিয়া ছয় বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এছাড়াও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একশ’ গ্রাম গাঁজাসহ চরপলাশ গ্রামের বাবুল মিয়া নামের একজন ও মাদক সেবন করার দায়ে আরও চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- পুটিয়া গ্রামের মনির, মোস্তফা, আঙিয়াদি গ্রামের আলমগীর হোসেন ও কটিয়াদি উপজেলার মেরাতলা গ্রামের মোখলেছুর রহমান। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, বিশেষ অভিযানে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তারকৃত ৭ জনকে আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন