সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বোদায় আম-লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে আম-লিচু ফলনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার অনেক আম-লিচু বাগানে ফলনের বিপর্যয় দেখা দেয়ায় আম-লিচু চাষিরা হতাশ হয়ে পড়েছে। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিক‚ল আবহাওয়াকে দায়ী করছেন অনেকে। কারণ আম-লিচুর ফলন আসার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মুকুলগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। আম-লিচু চাষিরা তাদের বাগানগুলোতে প্রয়োজনীয় পরির্চযাসহ যাবতীয় কীটনাশক ব্যবহার করেছে মুকুলগুলোকে রক্ষা করার জন্য। কিন্তু কিছু কিছু মুকুল টিকে থাকলেও অধিকাংশ মুকুল পচে নষ্ট হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে সময় মুকুল থেকে ফলন আসবে ঠিক তখন বৃষ্টিতে ভিজে ছোট ছোট মুকুলগুলো ঝরে গেছে। অনেক আম-লিচু চাষি মুকুলগুলো রক্ষার জন্য প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে রক্ষা করতে পারেনি। অনেক আম-লিচু চাষি বলছেন আগে তো পরিবেশ প্রকৃতির এ রকম অবস্থা ছিল না। এ ব্যাপারে কৃষিবিদসহ অভিজ্ঞ মহল মনে করছেন বিশ্বব্যাপী যে বৈরী আবহাওয়া বিরাজ করছে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। বাংলাদেশে ক্রমশই বনভ‚মি উজাড় হওয়ায় এতে জলবায়ুর বিরূপ প্রভাব বিরাজ করছে। এ ব্যাপারে সবাইকে পরিবেশ ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে এবং পরিবেশবান্ধব অবস্থার সৃষ্টি করতে হবে আর বেশি করে গাছপালা লাগাতে দেশবাসীকে সচেতন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন