সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : “বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষ ও হয়” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে স্থানীয় ফারুকী পার্ক থেকে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত ভবনের সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু দমন ট্রাইবুন্যালের বিচারক আহসান হাবীব, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুনীর কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যট ড. মোহাম্মদ শাহানুর আলম, সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন