বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দোকানে হামলা-ভাঙচুর-লুটপাট আহত ৬

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে দুইটি ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তের হামলায় ফার্নিচার দোকানের ৬ কর্মচারী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের পশ্চিম পাশে রমজান খান সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। জানা যায়, এমসি বাজার এলাকার মৃত রমজান খাঁর ছেলে আসাদুজ্জামান খাঁ সবুজ ও তার ভাই মাহফুজুর রহমান প্রায় ৩৪ বছর আগে মাওনা চৌরাস্তায় ৩৫ শতাংশ জমি কিনে মার্কেট নির্মাণ করে ভোগদখল করে আসছিল। টেপিরবাড়ী এলাকার বোরহান ও কামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ওই মার্কেট জবরদখল করার পাঁয়তারা করে আসছে। উক্ত জমি জবরদখলের আশঙ্কায় মার্কেটের মালিক আসাদুজ্জামান বাদী হয়ে আদালতে ৮০১/১৭নং পি. মোকদ্দমা দায়ের করেন। আসাদুজ্জামান অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে বোরহান ও কামালের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার মার্কেটে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর করে রাজ্জাক ফার্নিচার মার্ট ও কাউসার ফার্নিচার মার্টের প্রায় ২০ লাখ টাকার ফার্নিচার, কাঠসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি মারপিটে দোকানের কর্মচারী সোহেল, খোকন, মোশাররফ, নবী হোসেন, সাইম ও আকরাম আহত হয়। পরে দুর্বৃত্তরা রাত সাড়ে ৭টার দিকে ওই দুটি দোকান তালাবদ্ধ করে রাখে। ভাড়াটিয়া তাইজ উদ্দিন ও রাজ্জাক জানান, প্রায় ২২ বছর যাবৎ তারা আসাদুজ্জামানদের নিকট থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। দুর্বৃত্তদের হামলার ঘটনায় মালামাল হারিয়ে তারা এখন পথে বসেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন