বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাকরির নামে প্রতারক চক্রের বাণিজ্য

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারক চক্র জমজমাটভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এতে করে সর্বস্বান্ত হচ্ছে চাকরি প্রার্থী সহজ সরল বেকার যুবক-যুবতীরা। একটি কাজের জন্য প্রতিনিয়ত প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিজেদের শেষ সম্বল পর্যন্ত হারাতে হচ্ছে তাদের। সাধারণ মানুষদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য দেশের প্রথম শ্রেণীর পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে এবং সে ক্ষেত্রে ভুয়া ঠিকানা দেয়া হয় এবং কেউ যোগাযোগ করলে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের কাছেম আলীর ছেলে মো. তৈয়বুর রহমান অভিযোগ করে বলেন, পত্রিকার বিজ্ঞপ্তি দেখে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমি গ্রামীণ টাওয়ার প্রাইভেট লিঃ নামের একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে আবেদন করি। সেখানে তারা আবেদনের শুরুতেই বিকাশে আমার কাছ থেকে সাড়ে ৫০০ টাকা নেয়। আর চাকরি কনফর্ম হয়েছে বলে আরো ৩ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয়। এর পর থেকে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। আর তাদের দেয়া ঠিকানা মতো ঢাকায় গিয়ে দেখি ভুয়া ঠিকানা। খোঁজ নিয়ে জানতে পারি আমার মতো আরো অনেকের সাথে একইভাবে প্রতারণা করা হয়েছে। তাই আমি সরকারের কাছে দাবি জানাই যারা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন