বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চার শতাধিক ভেষজ ও ঔষধি গাছের প্রদর্শনী

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়ায় হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬২তম জন্মবার্ষিকী পালন ও দিনব্যাপী ভেষজ ও ঔষধি গাছের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির আয়োজনে গতকাল শুক্রবার স্থানীয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান-এর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ সাইয়্যেদ আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান, ডাঃ সৈয়দ নাজমুস সাহাদাৎ, ডাঃ এম কে বাসার, ডাঃ অধ্যাপক মোহিদুর রহমান, ডাঃ আজিজুল হক আরজ, ডাঃ রফিকুল ইসলাম মিনা, ডাঃ মিজানুর রহমান, ডাঃ অহিদুজ্জামান, ডাঃ মাহামুদুর রহমান প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আব্দুস ছালাম খান, সৈয়দ আকরাম আলী আখিদুল,সাংবাদিক আকরামজ্জামান মিলু ও আবু আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা হোমিও চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক উন্নয়ন করার লক্ষ্যে সরকারের আরো ভ‚মিকা রাখার আহŸান জানান। লাইব্রেরি চত্বরে প্রায় ৪ শতাধিক বিভিন্ন ঔষধি গাছ ও ভেষজ-এর প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন