স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : আজ (শনিবার) জেলখানা মোড় জিএম ভূইয়া টাওয়ারে নরসিংদী জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রতিনিধি সভার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খারেদা জিয়ার উপদেষ্টা এড. ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। সভায় সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। তিনি বিএনপি নেতাকর্মীদের সঠিক সময়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন