সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডায় শুক্রবার গভীর রাতে মালাবাহী একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন রাত প্রায় ১টায় ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা রেলওয়ে বøক অতিক্রম করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষনিকভাবে ডাউন লাইনটি বন্ধ হয়ে যায়। আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে ভোর ছয়টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তালশহরসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত হওয়ার কারণে রেলপথেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন