সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালিয়াকৈরে বনাঞ্চল থেকে তিনটি স’মিল উচ্ছেদ

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : কালিয়াকৈরে সরকারি বনের ভেতর অবৈধ ভাবে স্থাপিত তিনটি স’মিল উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর জেলার সহকারী বনসংরক্ষক এনামুলের হকের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা রেঞ্জের সরকারী বনের ভেতর সম্পূর্ণ অবৈধভাবে শতাধিক স’মিল স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছে। এসব স’মিলে সরকারি বনের চোরাই কাঠ চিড়াই করা হয় বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ওইসব স,মিল উচ্ছেদ করার জন্য গাজীপুর জেলার সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হকের নেতৃত্বে শনিবার সকালে উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা রেঞ্জের বিভিন্ন স,মিলে অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের সদর বিটের অধীন পাবুরিয়াচালা এলাকার মেসার্স কালুর স’মিল, মনতলা এলাকার আনজু মিয়ার স’মিল, ও কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বাড়ইপাড়া বিটের মাধবপুর এলাকার মেসার্স রতন স’মিল উচ্ছেদ করে মালামাল জব্দ হয়। এসময় কালিয়াকৈর রেঞ্জকর্মকর্তা তাপস সান্যাল, চন্দ্রা বিট কমকর্তা মাহমুদুল হক মুরাদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা আব্দুল জলিল, মৌচাক বিট কর্মকর্তা আব্দুল আহাদ, বোয়ালী বিট কর্মকর্তা মহি উদ্দিন আহমেদ, রঘনাথপুর বিট কর্মকর্তা দিলিপ মজুমদার, কাঁচিঘাটা সদর বিট কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, জাথালিয়া বিট কর্মকর্তা আবদুল বারীসহ দুই রেঞ্জের বনকর্মচারীরা অভিযানে অংশ নেয়। এ ব্যাপারে আলাপকালে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল বিষয়টি নিশ্চিত করে বলেন , আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন