মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর ইরি-বোরো ক্ষেত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের কালীনদী, মেঘনা ও গোরাউত্রা নদীর মোহনায় অবস্থিত কুনিয়ারবন্দ মাঠ সিলেটের পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে শত শত একর ইরি-বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম ক্বারী জানান। পাহাড়ি ঢলের পানি নামা অব্যাহত ও আরও বৃষ্টির আশঙ্কায় উঁচু জমির ধান নিয়েও কৃষকেরা দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে। তাছাড়া মাঠে থাকা আধাপাকা ধান বাতাসে হেলে মাটিতে পড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে পচন ধরছে। চলতি বছর বৈশাখে চোখের সামনে সবুজের সমারোহ জমির ইরি-বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে কৃষকের সোনালী ধান গোলায় ভরার স্বপ্ন। বছরের ইরি-বোরো ফসলই অত্র এলাকার কৃষকের সারা বছরের সম্বল। এই সম্বল হারিয়ে কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ও করেছেন। এছাড়া অত্র উপজেলার পাচাটিয়ার বিল, রোয়ার বিল, বরদল বিলের শত শত একর জমির ধান নিয়েও কৃষকগণ শঙ্কিত বলে সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর আলম জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন