মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে ৪টি ঘর ও গবাদি পশু পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে কিসমত আলীর গোয়াল ঘরের মশা তাড়ানোর ধোঁয়া থেকে শুক্রবার রাত সাড়ে ১২টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে আশপাশের আরো তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ইসলাম উদ্দিনের গোয়াল ঘর বসত ঘরসহ ২টি, বুলবুল ইসলামের ১টি ঘর, কিসমত আলীর ১টি ঘর ১টি গরু, পুড়ে ছাঁই হয় আরো ২টি গবাদি পশু আংশিক পুড়ে যায়। ওই অগ্নিকাÐে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিশু ধর্ষণের অভিযোগে আটক
ঈশ্বরগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা যায়, উপজেলা জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের মতিউর রহমানের ছেলে মোস্তফা মিয়া (২০) পাশের বাড়ির ৭ বছরের একটি মেয়ে শনিবার গতকাল শনিবার ভোরে আম কুড়াতে বেড় হলে আরো আম দেয়ার কথা বলে বাঁশ ঝারের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে মোস্তাফাকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং/০৩) এর ৯(১)ধারায় একটি মামলা করা হয়। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন