মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছয় দফা দাবি আদায়ে বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মানববন্ধন

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : বড়পুকুরিয়া কয়লাখনির পার্শ্ববর্তী গ্রামের ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় বৈগ্রাম বাজারে পার্বতীপুর খয়েরপুকুর হাট সড়কে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে কয়লাখনি পার্শ্ববর্তী বৈগ্রাম কাশিয়ার ডাঙ্গা, মোবারকপুরসহ বিভিন্ন গ্রামের লোকজন স্বতঃস্ফুর্তভাবে মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার সভাপতিত্ব করেন কমিটির আহŸায়ক সোলায়মান সামী। এ সময় বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকছার রহমান, সদস্য সচিব আলহাজ আবু সাঈদ, যুগ্ম আহŸায়ক গোলাম মোস্তফা, আসাদুজ্জামান আসাদ, জাহেদুল ইসলাম (রতন), সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ক্ষতিগ্রস্ত নারী নুরবানু ও শিউলী আক্তার প্রমুখ। ক্ষতিগ্রস্তদের ৬ দফা দাবিগুলো হলো : এক. খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের চাকরি দেয়ার কথা থাকলে তা পাঁচ বছরেও হয়নি, দুই. ক্ষতিগ্রস্ত এলাকার ১০টি গ্রামে বাড়ীঘর ফাটল, কাঁপুনি, ঝুঁকিপূর্ণভাবে পরিবার-পরিজন বাস করছে দ্রæত পুনর্বাসন করতে হবে, তিন. ভূমিহীন পরিবারকে ১৫ লাখ টাকা দিতে হবে, উন্নতমানের বাসস্থান তৈরি করে দিতে হবে, চার. ক্ষতিগ্রস্তদের অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা দিতে হবে, পাঁচ, ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ তৈরি করে দিতে হবে এবং ছয়. যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে কয়লা উৎপাদন থেকে তাদের ৫% বোনাস দিতে হবে। দ্রæত এ সকল দাবি পূরণ না করলে ক্ষতিগ্রস্তরা বৃহত্তর আন্দোলনে ডাক দেয়ার ঘোষণা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন