স্টাফ রিপোর্টার : মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।
জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা অংশগ্রহণ করেন হনুফা আক্তার রিক্তা।
এদিকে হনুফা আক্তার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন