শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সৈয়দপুর বিএনপি কার্যালয়ে অ্যাড.ওবায়দুর লাঞ্ছিত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টায় বিএনপি অফিসে কর্মী সম্মেলনে এই ঘটনা ঘটে। সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার দাবিতে সারা দেশব্যাপী ৫১টি টিম গঠন করা হয়েছে। সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে দিনাজপুর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত হিসেবে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে অংশগ্র্রহণ করেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ড নিয়ে অভিযোগ করেন। এ খবর আমজাদের কাছে পৌঁছালে তিনি তার দলবলসহ বিএনপি কার্যালয়ে ঢুকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় সম্মেলনে উপস্থিত জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ওবায়দুর রহমান মেয়রকে থামাতে গেলে তিনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে ঘুষি মারেন। মেয়রের উত্তেজিত সমর্থকরা অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন। কেন্দ্রীয় নেতার সামনে মেয়রের এমন কর্মকাÐে বিএনপি নেতাকর্মীরা হতবাক হয়ে যান। মেয়রকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
নাম প্রকাশ না করার স্বার্থে বিএনপি নেতারা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেঈমান আমজাদকে দল থেকে বহিষ্কার করতে হবে। দলে থেকে ধানের শীষ প্রার্থীর প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। তিনি নৌকার প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। অ্যাড. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুলু ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করার সময় আমি বাধা দিতে গেলে বিএনপির সেক্রেটারি আমজাদ ভাই আমাকে কিলঘুষি মারেন। এ ব্যাপারে আমজাদ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন