শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চিত্রনায়িকা শিল্পী চলচ্চিত্রে আর ফিরবেন না

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন একসময়ের আলোচিত চিত্রনায়িকা শিল্পী। তার আর চলচ্চিত্রে ফেরার সম্ভাবনা নেই। তিনি জানান আর চলচ্চিত্রে ফিরব না। তিনি বলেন, ‘যে স্বর্ণযুগে কাজ করে এসেছি, যে সম্মান পেয়েছি দর্শকের কাছ থেকে এবং আজও পাচ্ছি, তাই নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত। নতুন করে এখান থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি একজন চলচ্চিত্রের নায়িকা, এই নিয়ে অবশ্যই আমি গর্ববোধ করি। কারণ দর্শক এখনো আমাকে চেনেন, জানেন, সম্মান করেন চলচ্চিত্রে কাজ করেছি বলেই। আমি চলচ্চিত্রের একজন মানুষ, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের আগে শিল্পী নারায়ণগঞ্জে তারই মামা মজনুর হাত ধরে সোহরাবের থিয়েটার দল ‘শকুন্তলা নাট্যগোষ্ঠী’র সাথে বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’। এটি ১৯৯৫ সালের ৫ মে মক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান। এরপর শিল্পী নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’। নায়িকা হিসেবে কাজ করার সময়ই শিল্পী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদ’র বিপরীতে ‘তোমরাই’ নাটকে অভিনয় করেন। এরপর আরো বহু নাটকে অভিনয় করেন। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং দুই সন্তান ছেলে সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
ZAS ৭ মে, ২০১৭, ২:৩৩ পিএম says : 0
very good news.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর